আমেরিকানরা গর্ব করে বলে থাকেন যে সব সম্ভবের দেশ হচ্ছে নাকি তাদের দেশ।ক 번역 - আমেরিকানরা গর্ব করে বলে থাকেন যে সব সম্ভবের দেশ হচ্ছে নাকি তাদের দেশ।ক 한국어 말하는 방법

আমেরিকানরা গর্ব করে বলে থাকেন যে সব

আমেরিকানরা গর্ব করে বলে থাকেন যে সব সম্ভবের দেশ হচ্ছে নাকি তাদের দেশ।কিন্তু আমি তাদের এই একরোখা যুক্তি পুরোপুরি ভাবে মানতে নারাজ।কারন পৃথিবীতে একমাত্র সব সম্ভবের কোন দেশ যদি থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ। এর পেছনে অনেক যুক্তিযুক্ত কারন আছে, থাকতে পারে বা দেখানো যায়। তার মধ্যে অতি আলোচিত কিছু বিষয় এখানে তুলে ধরা যেতে পারে যার জন্য আমাদের দেশটাকে সব সম্ভবের দেশ বলা যেতে পারে বা সার্টিফিকেট দেওয়া যেতে পারে এই ক্যাটাগরিতে!!
১)এই দেশে দুর্নীতি করলে দেশপ্রেমিক এর সার্টিফিকেট পাওয়া যায়! তবে সার্টিফিকেটটা যে জাল তা আর বলার অপেক্ষা রাখে না! কিন্তু দেশ পরিচালনার কাজে যারা নিয়োজিত তারাই যদি এই রকম সার্টিফিকেট ইস্যু করেন তাহলে দেশ সঠিক পথে চলবে কি করে??
২)এখানে দেশীয় স্বার্থকে জলাঞ্জলি দিতে কারও বিবেক বাধা দেয় না, যার জন্য পদ্মা সেতুর মত বড় প্রজেক্ট থেকে বিদেশীরা মুখ ফিরিয়ে নিতেও বাধ্য হয়!
৩)এখানে পাতাল রেল হয়না বা বিমানবন্দর গড়ে উঠতে পারেনা শুধুমাত্র মাথামোটা আম জনগণের জন্য, যারা কখনও ভবিষ্যতের দিকে একবারও তাকিয়ে দেখেন না।
৪) এখানে লিমন বা বিশ্বজিত নামের নিরিহ ছেলেদের রাষ্ট্র রক্ষা করার দায়িত্ব না নিয়ে বরং তাদের উপর চড়াও হতে কার্পণ্য করেন না।
৫)এখানে বিরোধীদল নামের একটা অকেজো দল আছেন যারা দেশের ভালোর জন্য কোন আন্দোলন করেন না, কিন্তু দলীয় স্বার্থের জন্য তারা নিজের ইজ্জত দিতেও পিছপা হোন না!
৬)এখানে স্বাধীনতা বিরোধিদের বিচার চাইলে নাস্তিক হিসেবে আখ্যায়িত হতে হয়...!
৭)এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে অনবরতভাবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপর অত্যাচার আর জুলুম চালিয়ে তাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়ে গেলেও সরকার এদের রক্ষা করতে আসেন না, উল্টো নষ্টদের বাচাতে তার হাত এগিয়ে দেন।
৮)এখানে ধর্মীয় সহিষ্ণুতার কথা বলে মন্দির, গির্জা বা অন্যান্য উপাসনালয় এ আগুন লাগাতেও কারো লজ্জা লাগে না...!
৯)এখানে ১০০০ এর উপর শ্রমিক মারা গেলেও কারও গায়ে কিছু লাগে না! এহেন এই রকম ঘটনাকে কটাক্ষ করে কাল বিড়ালরা এটাকে "বড় কোন ঘটনা না বলে" পার করে দেন।
১০)এখানে পবিত্র সংসদ নামের যে একটা সুন্দর জায়গা আছে সেখানেও নেতা-নেত্রিরা অনবরত মিথ্যা কথা বলেন। (উনাদের লজ্জার পারদ-মিটার মনে হয় নষ্ট)
....................................................................................................................................................................................................................................................................................................................................
১০১)এখানে স্কুল পডুয়া মেয়েদেয় ধর্ষণ এর শিকার হতে হয়। (আসলে যারা এসব কাজ করেন তাদের পুরুষত্বে যে বড় রকমের ঝামেলা আছে তা আর না বলে পারছি না)
............................................................................................................
সর্বোপরি এই দেশের আমজনগন আর কখনই ভাল হবেনা। এরা নিয়ামক দ্বারা প্রভাবিত হতে ভালবাসেন, কিন্তু নিজেরা কখনও নিয়ামক হয়ে দেশ ও দশের উন্নতির ধারক ও বাহক হতে চান না!!

সব সম্ভবের দেশ না হয়ে একটু কম সম্ভবের দেশ হতে দোষটা কি??
0/5000
다음 언어를 번역: -
다음 언어로 번역: -
결과 (한국어) 1: [복제]
복사!
আমেরিকানরা গর্ব করে বলে থাকেন যে সব সম্ভবের দেশ হচ্ছে নাকি তাদের দেশ।কিন্তু আমি তাদের এই একরোখা যুক্তি পুরোপুরি ভাবে মানতে নারাজ।কারন পৃথিবীতে একমাত্র সব সম্ভবের কোন দেশ যদি থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ। 뒤에그것은 가지고하는 것이 좋습니다또는 표시 할 수 있습니다. 대부분의 논의 문제 중 일부는 우리 desatake 또는 인증서 모두이 범주에 부여 할 수있는 해당 국가가 할 수 있다는 것을 여기에서 강조 할 수있다!
1)이 인증서는 손상에 대한 국가의 전쟁에서 찾을 수 있습니다! 그러나 메시 sartiphiketata는 말을!올바른 방향으로 국가?
Ⅱ) jalanjali 양심의 국내 이익 누군가를 방지하지 않는 경우에 국가는 이러한 인증서에 참여하는 사람들이 발행 될 경우외국인이 다시 켭니다!
3을 강요되는 파드마 다리) 같은 큰 프로젝트에 한 번만 미래가 볼까지 결코 보지 가죽 망고로 이어질 수있는 지하철이나 공항이 있습니다.
4) 아이들을 보호하기 위해 국가의 리몬 또는 niriha bisbajita 이름은 그들로 아니었지만, 이기적인하지 마십시오.
5) 국가의 이익을 위해 작동하지에서 야당의 이름은 어떤 움직임이 없습니다자신의 관심,하지만 그들은 ijjata이라도 계획하지 않습니다!
6), 그들은 birodhidera의 순서에 여기에 지정 ...!
7) 공동 anabaratabhabe을 억압하고 사람들이 자신의 재산을 훔치는 소수 민족의 고문이 계속되고 있지만, 정부는 저장 반대 nastadera에 자신의 손으로 그들을 보호 할 수 없습니다.
8) 불을 넣어 종교적 관용, 교회 나 다른 예배의 사원이 있습니다 ... 내가 부끄러워하지 않습니다!
9) 나는 아무것도 느끼지 않는다 1000의 누군가가 여기에 죽었다!하지만이 biralara 그것이 있었다 "하는 경우에"무슨 일이 일어나고 그런 의미 모습입니다
10) 여기서 지도자의 이름을 가진 아름다운 곳입니다 -. 그는 netrira 도움이 말했다. (Unadera 부끄러움 수은 - 계량기 고장)
.....여기 101) 강간 paduya meyedeya 피해자입니다. (사실, 이러한 그것이 내가 모르는 같은 고민을 가지고 있지 않은 자신의 purusatbe을 가진 사람입니다)
무엇보다도,이 나라에서보다 결코이 amajanagana입니다. 그들은 컨트롤러에 의해 영향을받을 사랑하지만, 10 개국 컨트롤러 자신과 컨테이너 캐리어 향상이되고 싶지 않다!

모든 국가가 좀 덜 dosata 국가가 할 수있을 수 있습니까?
번역되고, 잠시 기다려주십시오..
 
다른 언어
번역 도구 지원: 갈리시아어, 구자라트어, 그리스어, 네덜란드어, 네팔어, 노르웨이어, 덴마크어, 독일어, 라오어, 라트비아어, 라틴어, 러시아어, 루마니아어, 룩셈부르크어, 리투아니아어, 마라티어, 마오리어, 마케도니아어, 말라가시어, 말라얄람어, 말레이어, 몰타어, 몽골어, 몽어, 미얀마어 (버마어), 바스크어, 베트남어, 벨라루스어, 벵골어, 보스니아어, 불가리아어, 사모아어, 세르비아어, 세부아노, 세소토어, 소말리아어, 쇼나어, 순다어, 스와힐리어, 스웨덴어, 스코틀랜드 게일어, 스페인어, 슬로바키아어, 슬로베니아어, 신디어, 신할라어, 아랍어, 아르메니아어, 아이슬란드어, 아이티 크리올어, 아일랜드어, 아제르바이잔어, 아프리칸스어, 알바니아어, 암하라어, 언어 감지, 에스토니아어, 에스페란토어, 영어, 오리야어, 요루바어, 우르두어, 우즈베크어, 우크라이나어, 웨일즈어, 위구르어, 이그보어, 이디시어, 이탈리아어, 인도네시아어, 일본어, 자바어, 조지아어, 줄루어, 중국어, 중국어 번체, 체와어, 체코어, 카자흐어, 카탈로니아어, 칸나다어, 코르시카어, 코사어, 쿠르드어, 크로아티아어, 크메르어, 클링곤어, 키냐르완다어, 키르기스어, 타갈로그어, 타밀어, 타지크어, 타타르어, 태국어, 터키어, 텔루구어, 투르크멘어, 파슈토어, 펀자브어, 페르시아어, 포르투갈어, 폴란드어, 프랑스어, 프리지아어, 핀란드어, 하와이어, 하우사어, 한국어, 헝가리어, 히브리어, 힌디어, 언어 번역.

Copyright ©2025 I Love Translation. All reserved.

E-mail: