আপনার মেইলের মাধ্যমে জানিতে পারিলাম,
এখন আপনার দেশে গ্রীস্মকালিন ছুটি।লরিনের গ্রীস্মকালিন ছুটি শেষ।লরিন আপনাকে পেয়ে খুবই আনন্দিত, তাই পড়াশুনায় মনোযোগী হয়েছে।পরীক্ষায় ভাল রেজাল্ট করেছে।
ডেন্টালে গিয়ে লরিনের দুইবারে দুইটি দাঁত তুলে এনেছি।আরও চারটি দাঁত তুলতে হবে।This 26 june, Time 11 Am ঢাকা থেকে লোক আসিবে আমার বাসায়।তাই পিটারকে আমি আসিতে বলিয়াছি।ভাই, তাহারা যদি আমাকে প্রশ্ন করে যে আপনার সংগে আমার কোনো যোগাযোগ আছে কিনা! তবে আমি কি উত্তর দিব? আপনি আমাকে জানাইবেন।
অনুরোধক্রমে ছোট ভাই লিটন।